পরকীয়ার সম্পর্কের জেরে খুন গৃহবধূ দাবি মৃত গৃহবধুর পরিবারের সদস্যদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: মঙ্গলবার ১,এপ্রিল :: গত শুক্রবার মিনাখা থানার অন্তর্গত দেবিতলার কাহারপাড়া এলাকায় বছর ৩৫ এর এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল মিনাখা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় এর ওই মৃতদেহ উদ্ধারের পর অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ওই গৃহবধুর নাম রিজিয়া বিবি।

তার বাড়ি বসিরহাট থানার অন্তর্গত পাইকপাড়ার ব্যাঙ পুকুর এলাকায়। ওই গৃহবধূ বহু বছর আগে স্বামী ছেড়ে তারও দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় বাপের বাড়িতেই থাকতো। বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতো ওই গৃহবধূ।

গত কয়েক মাস আগে হাড়োয়া থানার অন্তর্গত আমতা খাটরা এলাকার সিরাজুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এমনকি ওই যুবক রিজিয়া বিবিকে বিয়ে করেও বলে জানা গেছে পরিবার সূত্রে।

বিয়ে করার পর সিরাজুল ইসলামের স্ত্রী ও তার ছেলে গত কয়েকদিন আগে এই ব্যাংঙ পুকুর এলাকায় আসে। তার কয়েকদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রিজিয়া বিবি নামে ওই গৃহবধূ নিখোঁজ হয়ে যায়। বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যাওয়ার পর শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয়। খুনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখা থানার পুলিশ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =