নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৬,জুন :: পরপর সোনার হার ও কানের দুল ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা হাওড়ার ডোমজুড়ের পাড়ুই পাড়া ছোট ষষ্ঠীতলা এলাকায়। বুধবার ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। বিশেষ করে মহিলারা। কিন্তু প্রশ্ন কারা ঘটালো এই ঘটনা? পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে?
একজন দুজন নয় একই এলাকার তিনজনের সোনার হার ও সোনার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । হীরা দাসের ও দিপু মাস্টারের মায়ের সোনার হার ছিনতাই হয়েছে। আর অলোকা পারুইয়ের দুটো কান ছিঁড়ে নিয়ে সোনার কানের দুল ছিনতাই হয়েছে। গলগল করে রক্ত ঝরছিল তাঁর দুটি কান দিয়ে । তাঁর ছেলে মাকড়দহে একটি স্বাস্থ্যকেন্দ্রে দুটো কান সেলাই করে নিয়ে এসছেন মাকে।
ইতিমধ্যেই হাওড়ার ডোমজুড়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কি ঘটেছিল ? বুধবার ভোর পৌনে পাঁচটা। অলোকা পাড়ুই জানান একটি বাইকে দুজন আরোহী । মোটাসোটা লম্বা চওড়া । তারা তাকে এসে জিজ্ঞেস করে কোথায় এখানে ওষুধ পাওয়া যায় । তারপর তিনি ফুল তুলতে ব্যস্থ।
তিনি বলেন মনে হয় তারাই হবে পেছন থেকে এসে কানের দুল পেঁচিয়ে পেঁচিয়ে কান ছিঁড়ে নিয়ে চলে যায় । তার ছেলে নীলকান্ত পারুই বলেন দিনের বেলায় ঘরের পুরুষরা ঘরে থাকে না। মহিলারা ঘরে থাকেন। তাই এই ঘটনায় তাঁরা রীতিমতো আতঙ্কিত । হাওড়ার ডোমজুড়ে থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে