নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: হাওড়ায় আনিস খানের খুনের ঘটনা আগামী কাল ১ বছর পূর্ণ হতে চলেছে। তার আগে মুর্শিদাবাদের সাগরদীঘিতে একই পরিকল্পনা মাফিক গভীর রাতে গ্রেফতার করা হ’ল সাগরদীঘির যুব কংগ্রেস নেতা সাইদুর রহমানকে। জানা যাচ্ছে আজ ভোর তিনটা নাগাদ সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি সাইদুর রহমানকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনাকে ঘিরে শনিবার সকাল থেকে সাগরদীঘি থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। দুপুর গড়াতেই সেখানে হাজির হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা থানার সদর দরজা ঘিরে শুরু করে শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান।
সাগরদীঘি উপনির্বাচনের আগে কংগ্রেসকে দিগভ্রান্ত করতে তৃণমূলের নির্দেশে পুলিশের এই ঘৃণ্য চক্রান্ত বলে দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে কংগ্রেসের বিক্ষোভ সামাল দিতে সাগরদীঘি থানা চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।