পরিচারিকা খুঁজতে এসে অপহৃত উত্তরবঙ্গের বাসিন্দা , কুলতলি পুলিশের তৎপরতা উদ্ধার ওই ব্যক্তি ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: উত্তরবঙ্গের বাসিন্দা ব্যারাকপুরের থাকছিলেন বেশ কিছুদিন ধরে। কর্মসূত্রে কলকাতায়ও আসেন । কিছুদিন ধরে একজন পরিচারিকার খোঁজ করছিলেন রাজীব চৌধুরী ।

তখনই অচেনা নম্বর থেকে ফোনে আলাপ হয়ে এক মহিলার সঙ্গে । তিনি বাড়িতে কাজ করার জন্য রাজি হন এবং তারপরেই তাকে মহিলার বাড়িতে আসতে বলা হয়  ।গত মঙ্গলবার তিনি ট্রেনে চেপে মথুরাপুর স্টেশন নামেন ।সেখান থেকে বাইক করে অচেনা জাগায় একটি বাড়ির মধ্যে নিয়ে গিয়ে সেখানে মারধর করা হয় বলে অভিযোগ । আরো অভিযোগ তার মুক্তিপন হিসাবে ১০ লক্ষ টাকা দাবি করা হয়।পরিবারের লোকজনের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করেন রাজীব ।

এর পরই পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ফোন নম্বর ট্রেস করে কুলতলির ১৩ নম্বর রাধাবল্লবপুর এলাকায় পুলিশ তার খোঁজ পায়।বারুইপুর জেলার পুলিশের পুলিশ সুপারের নির্দেশে কুলতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্ধেন্দু শেখর দে সরকার নিজেই পুলিশের একটি টিম নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।এই ঘটনায় দুজনে গ্রেফতারও করে পুলিশ ।

ধৃতদের নাম জাহাঙ্গীর বৈদ্য ও সাদ্দাম খান । বৃস্পতিবার ধৃতদের বারইপুর আদালতে তোলা   হবে । নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ ।

মোবাইলের নম্বর ধরে ওই মহিলারও খোঁজ চালাচ্ছে পুলিশ।পুলিশের প্রাথমিক অনুমান পরিচারিকা হিসাবে কাজ করার নাম করে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই চক্র। এই চক্র পিছনে আর করা করা রয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =