নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ৩,জানুয়ারী :: পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক।এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। আসানসোলের জামুরিয়া থানার নর্থ সিহারশোল খোলামুখ খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌচ্ছায়।
এলাকাবাসীদের দাবি শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লাখনিতে পড়ে যায়।এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান।খবর পেয়ে ঘটনাস্থলেই জামুরিয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল পৌচ্ছায়।ওই যুবক কে উদ্ধারের চেষ্টা চলছে।এলাকাবাসীদের দাবি দ্রুত ওই যুবক কে উদ্ধার করতে হবে।