নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৭,ফেব্রুয়ারি :: পরিত্যক্ত আবাসন ফাঁকা করতে এসে স্থানীয়দের ক্ষোভের মুখে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ। কেটে দেওয়া হলো বিদ্যুৎ সংযোগ,বেশ কিছু বাড়ির জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ। দশ দিনের মধ্যে আবাসন ফাঁকা না করলে কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ প্রতিক্রিয়া ডিভিসি কর্তৃপক্ষর।
এবার দুর্গাপুরের ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ এফ এস টাইপ আবাসনে বিদ্যুৎ সংযোগ কেটে দিলো বেশ কিছু আবাসনে জলের সংযোগ কেটেও দেওয়া হয়েছে।রীতিমতো মাইকিং করে আবাসন ছেড়ে দেওয়ার ঘোষণা চলছে এলাকায়। ডিভিসি কর্তৃপক্ষ এই কাজ করতে এলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে । এদের দাবি ছিল ১০ দিন নয়, আবাসন ফাঁকা করে দেওয়ার জন্য আর একটু সময় দেওয়া হোক, নচেৎ তারা উঠবেন না। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ডিভিসি ডিটিপিএস টাউনশিপ সংলগ্ন এলাকার এফ এস টাইপ এলাকায়।