নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৭,নভেম্বর :: পরিবহন দপ্তরের অফিসার সেজে টাকা তোলার অভিযোগে গ্রেফতার বর্ধমানে দুই অভিযুক্ত। বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে গ্রেফতার। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত মাছখান্ডার বাসিন্দা সুমন হাজরা এবং তেলিপুকুর এর বাসিন্দা সঞ্জীব সামন্ত।
পুলিশ সূত্রে জানা গেছে পরিবহন দপ্তরের অফিসার পরিচয় দিয়ে তারা টাকা তুলতো বিভিন্ন গাড়ি থেকে । এই অভিযোগ পুলিশের কাছে আসার পরে পুলিশ তাদের ধরার জন্য জাল পাতে। কয়েকদিন ধরেই নজরদারি চলছিল।
পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে আভিযোগ আসছিলো,অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তারা। ধৃত এই দুই ব্যক্তির সাথে আর কেউ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

