নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৫,এপ্রিল :: আঞ্চলিক পরিবহন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলে সামিল বসিরহাটের ছোট গাড়ি মালিক ও শ্রমিকরা।
চার চাকা পণ্যবাহী গাড়ির মালিক ও শ্রমিকদের অভিযোগ, খোলাপাতা থেকে বসিরহাট পর্যন্ত প্রায় ৪০০ গাড়ির মালিক রয়েছে। সঙ্গে রয়েছে বেশ কয়েক হাজার শ্রমিক।
বিগত কয়েক মাস ধরে বসিরহাটের আরটিও অফিস রাস্তায় গাড়ি ধরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কেস দিচ্ছে। তার ফলে তাদের রাস্তায় গাড়ি চালানো এক প্রকার দুঃসহ হয়ে উঠছে। অথচ বিনা কাগজের অবৈধ গাড়ি গুলি অবাধে চলাচল করছে। সেদিকে আরটিওর কোনো নজর নেই।
এই সমস্ত অভিযোগ তুলে এদিন বসিরহাটের মৈত্র বাগান থেকে টাকি রোড ও শহীদ দীনেশ মজুমদার রোড হয়ে বোটঘাট অবধি এক প্রতিবাদ মিছিলে সামিল হন এই সমস্ত গাড়ির মালিক ও শ্রমিকরা। তারপর বসিরহাটের আঞ্চলিক পরিবহন দপ্তরে ডেপুটেশন জমা দেন গাড়ি মালিক ও শ্রমিকরা।
তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে এদিন এই ডেপুটেশন জমা দেওয়া হয়। বিষয়টি নিয়ে বসিরহাটের এআরটিও স্বপন কুমার রায় সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি।
বসিরহাট মহাকুমার এ আরটিও আধিকারিক স্বপন কুমার রায় বলেন, আমরা বেআইনি গাড়ি যাদের উপযুক্ত নথিপত্র নেই সম্পূর্ণভাবে বেআইনি ভাবে গাড়ি রাস্তায় চলাচল করছে তাদের দেখছি ফাইন করছি সরকারি নির্দেশিকা মেনেই । এর সঙ্গে কোন আপোষ করবো না।