নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৭,জুলাই :: গত ১৪ তারিখ নিয়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কামরা গ্রামের বাসিন্দা বংশ হাজরা হাত ভাঙা নিয়ে ভর্তি হয়েছিলেন পাওয়ার হাউস এলাকার একটি নার্সিংহোমে ।
পরিবারের অভিযোগ, অপারেশন ঠিকঠাক হলেও রবিবার গভীর রাতে পাঁচ তলা থেকে আচমকা ঝাঁপ দেন ওই রোগী। এই ঘটনায় সোমবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই নার্সিংহোমে। কি করে একটা রোগী পাঁচতলা থেকে ঝাঁপ দিল সেটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ নার্সিংহোমের নিরাপত্তার গাফিলতি থাকার কারণেই এই মর্মান্তিক পরিণতি হল। যদি পর্যাপ্ত নিরাপত্তা থাকতো তাহলে সকলের চোখ এড়িয়ে এবং ভর্তি থাকা অন্যান্য রোগীদের অজান্তে এই ঘটনা ঘটতোনা। পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের কাছে।
এই ঘটনার খবর পেয়েই বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী নার্সিংহোমে উপস্থিত হয় । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।