নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১২,সেপ্টেম্বর :: ছেলের চিকিৎসার জন্য পয়ষট্টি বছরের বৃদ্ধ অসহায় পিতাকে লোকের দুয়ারে দুয়ারে আর্থিক সাহায্য চাইতে দেখা যায়। আর সেই খবর চাউর হতেই ভুক্তভোগী পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় এম্প্যাথি এন্ড অ্যাকশন ট্রাস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দেশ্যই হলো গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
হরিশ্চন্দ্রপুরের বহর গ্রামের রহিম আলীর বাড়িতে পৌঁছে যায় এম্প্যাথি এন্ড অ্যাকশন ট্রাস্টের কর্ণধার আমিরুল ইসলাম, ট্রাস্টের সদস্য আশরাফুল হক, জাবির হোসেন ও রফিকুল আলম। ট্রাস্টের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে এক বস্তা চাল, ডাল, সয়াবিন, তেল, সাবান ও কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
ট্রাস্টের কর্ণধার আমিরুল ইসলাম বলেন সংবাদমাধ্যমে রহিম আলীর চিকিৎসার কথা জানতে পেরে আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সবাই এগিয়ে আসুক এই অসহায় পরিবারকে সাহায্য করতে। আমি প্রশাসনকে অনুরোধ করবো সরকারিভাবে যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কারণ ছেলে হারানোর কষ্ট একজন বাবাই ভালো বোঝে।