নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ৯,জুলাই :: জড়িবুটির ঔষধ খেলে রোগ সারবে । ভালো পড়াশোনা হবে । তাই পরিবারের সবাই খেয়েছিল জড়িবুটির ঔষধ । তারপরের ঘটনা চমকে যাওয়ার মত । গোটা পরিবার হয়ে পড়ল অচৈতন্য । সমস্ত কিছু লুঠ করে নিয়ে পালালো দুষ্কৃতি।
পূর্ব পরিচিত ও সরলতার সুযোগ নিয়ে একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধা ও তাঁর নাতনি সহ তিনজনকে মন্ত্র পড়ে জড়িবুটির ওষুধ খাইয়ে বেহুঁশ করে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে চম্পট দিলেন মহিলা দুষ্কৃতিরা।
পূর্ব বর্ধমানের কালনার নন্দগ্রামের বাসিন্দা অঞ্জলী দেবনাথের বাড়িতে এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এক তরুণী সহ অসুস্থ দুই বৃদ্ধা বর্তমানে কালনা ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, অঞ্জলী দেবনাথ সহ ওই রাতে তার বাড়িতে মহিলা দুষ্কৃতিদের সঙ্গে আসা আরও এক বৃদ্ধা রাণী প্রামাণিককে শরীরে ব্যাথার উপশম করতে শিউলি গাছের পাতা, চিনি ও হলুদ মেশানো ওষুধ খাওয়ায় মহিলা দুষ্কৃতিরা।
ওই ওষুধ খেলে ভালো পড়াশোনা হবে বলে তারা বাড়িতে থাকা নাতনি মেঘা মজুমদারকেও ওষুধ খাওয়ায়। এরপরেই ওই তিনজন বেহুঁশ হয়ে পড়ে। সেই সুযোগে বাড়িতে থাকা সোনা, বিভিন্ন অলঙ্কার ও দ্রব্যাদি চুরি করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় তারা।
জ্ঞান ফিরলে তারা অসুস্থ বোধ করেন। হাসপাতালে ভর্তি করা হয় তাদের। কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে