পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ইনডোর প্লান্ট ভরসা হতে পারে!

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: প্রতিদিন বাড়ছে জনসংখ্যার চাপ, তৈরি হচ্ছে বড় বড় ইমারত। গাছের জায়গা কমছে সেক্ষেত্রে ভবিষ্যতে পরিবেশ ভারসাম্য ক্ষেত্রে ভরসা হতে পারে ইনডোর প্লান্ট।

গত ১৩ই জানুয়ারি থেকে শুরু হয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে ফুল মেলা। প্রথম দিন থেকেই কিন্তু এই ফুল মেলায় ছিল যথেষ্ট ভিড়। অনেকেই তাদের পছন্দমত ফুল গাছ পেয়ে বেজায় খুশি। প্রথম দিন থেকেই বিক্রি ভালোই হয়েছে। এছাড়া অনুষ্ঠান মঞ্চে প্রতিদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য মেলায় রয়েছে ইনডোর প্লান্ট এর স্টল। রয়েছে অর্কিড ফিলোডেনড্রন সহ আরো বেশ কিছু ইনডোর প্লান্ট। এই বিষয়ে সংশ্লিষ্ট স্টলের ব্যবসায়ী অশোক সাহা বাড়ির চাকদায় জানান ভালই বিক্রি হয়েছে মোটামুটি।

দাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান ইমপোর্ট কোয়ালিটির ইনডোর প্লান্ট দাম ২০০ থেকে শুরু ২ হাজার ৫ হাজার পর্যন্ত দাম রয়েছে। পাশাপাশি তিনি আরো জানান , ইনডোর প্ল্যান্টের বাগান বাড়ির বারান্দায় কিংবা ব্যালকনিতে করা যেতেই পারে । তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + six =