সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৮,মে :: তরাই স্কুলের প্রাঙ্গনে “আমরা সবাই নতুন দিশা”র তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক।
মূলত রক্ত যেরকম শরীরের জন্য প্রয়োজনীয় সেরকমই গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য প্রয়োজনীয়। রক্ত সংকট দূর করতে তথা পরিবেশে অক্সিজেনের পরিমাণ সঠিক রাখতে এই দুই বার্তা নিয়ে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
সকাল থেকেই শুরু হয় শিবির, অনেকেই এসে এই রক্তদান শিবিরে রক্তদান করেন। পদ্মশ্রী করিমুল হক জানান এরকম উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়, তিনি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা