নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৫,জুন :: সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ নিয়ন্ত্রণ পরিষদের পক্ষ থেকে এবং আসানসোল পৌরনিগমের সহায়তায় পরিবেশ সচেতনতার উপর একটা মিছিল বার করা হয়।আসানসোল রবীন্দ্র ভবনে এসে মিছিল শেষ হয় এবং রবীন্দ্র ভবনে বিভিন্ন অনুষ্ঠান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সুদীপ ভট্টাচার্য, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী,জেলাশাসক সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা।
দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সুদীপ ভট্টাচার্য জানান আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানা এবং আসানসোল পৌরনিগমকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কথা বলা হয়েছে। এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী জানান নিজেদের স্বার্থে আমরা বড় ভূল করে বসছি প্রকৃতি নিধন যজ্ঞে মেতেছি কিন্তু আমরা ভুলে যাই প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না ।
তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো আবশ্যক। অন্যদিকে জেলাশাসক পরিবেশকে দূষণ মুক্ত করতে প্লাস্টিক ব্যাবহার কড়া হাতে নিয়ন্ত্রণ করার কথা বলেন।