নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: পরিবেশ বাঁচাতে এবার গাছের ভাইফোঁটা হল হাওড়ায়। কালীপুজোর অমাবস্যার প্রতিপদে মঙ্গলবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে ওই অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনকে সামনে রেখে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয়।
হাতে বরণডালা নিয়ে শাঁখ বাজিয়ে, উলু দিতে দিতে গাছের চারদিকে প্রদক্ষিণ করেন বোনেরা। পাখার বাতাস দিয়ে মঙ্গলসূত্র পরাতে পরাতে গাছ ভাইয়ের কপালে লেপে দেওয়া হয় চন্দনের ফোঁটা। প্রাণভরে বোনেরা প্রার্থনা করে “গাছ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা”। প্রদীপ জ্বালিয়ে ধুপ ধুনো দেওয়ার পর করানো হয় মিষ্টিমুখ।
এইভাবেই গাছ ভাইয়ের সঙ্গে ফোঁটার মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন করা হয় বলে জানান সুভাষ দত্ত। যেভাবে উন্নয়নের নাম করে বৃক্ষনিধন চলছে তারই প্রতিবাদ করে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয় এদিন। হাওড়ার তেলকল ঘাটে এই গাছের ভাইফোঁটার আয়োজন করে সুভাষ দত্তের উদ্যোগে রেণু নামের এক পরিবেশপ্রেমী সংগঠন।
সংগঠনের সভাপতি হিসেবে পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, গাছ ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আজ বোনেরা গাছকে ফোঁটা দিলো। গাছ বাঁচলে আমাদের প্রাণ বাঁচবে। যেভাবে অবাধে গাছ কাটা হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে তাতে আগামী দিনে শুধু মানুষ কেন কোনও জীবই বাঁচতে পারবে না। এই কারণে গাছ বাঁচানোর খুবই প্রয়োজন। তাই আমরা আজ গাছের দীর্ঘায়ু কামনা করে এই ভাইফোঁটা করেছি।