পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবার সাইকেল চালিয়ে কেদারনাথ যাত্রা শুরু করলেন বাঁকুড়ার শিব ভক্তরা।

নিজস্ব সংবাদদাতা :: বাঁকুড়া :: সংবাদ প্রবাহ ::  পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এবার সাইকেল চালিয়ে কেদারনাথ যাত্রা শুরু করলেন বাঁকুড়ার শিব ভক্তরা। মঙ্গলবার সকালে শহরের ‘ইন্দারাগোড়া বোল বোম’ কমিটির উদ্যোগে শুরু হওয়া এই সাইকেল যাত্রার সূচণা করলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার। ইন্দারাগোড়া বোল বোম কমিটির তরফে জানানো হয়েছে, শুধু ধর্মীয় আবেগ নয়, গাছ কাটা বন্ধ, জল অপচয় রোধ, গ্লোবাল ওয়ার্মিং এর সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াও আমাদের বিশেষ উদ্দেশ্য। এর আগে একই বিষয় নিয়ে নেপাল, সিকিম, ভূটান, বেনারস, এলাহাবাদ, রাজগীর, ভূবনেশ্বর, তারাপীট, বক্রেশ্বর ঘুরে এসেছেন। এবার ৫০ জন সদস্যের ২৩ দিনের এই সাইকেল যাত্রায় শুশুনিয়ার পাহাড়ী ঝর্ণা থেকে জল নিয়ে কেদারনাথ যাত্রা পথে তাঁরা পরিবেশ সচেতনতার বার্তাই ছড়িয়ে দিতে চান বলে জানান। কেদারনাথ যাত্রী আশীষ মাহেশ্বরী, বিশ্বজিৎ কর্মকাররা বলেন, ২০০১ সাল থেকে শুশুনিয়ার ধারার জল নিয়ে দেশের বিভিন্ন শিব মন্দিরে পৌঁছে যাই। এবার আমাদের লক্ষ্য সাইকেলে কেদারনাথ যাত্রা। ধর্মীয় কাজের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দেওয়াটাও আমাদের অন্যতম মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে সাইকেল যাত্রা বলে তারা জানান। বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার এই সাইকেলে কেদারনাথ যাত্রার সাফল্য কামনা করে বলেন, সকলের জন্য পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। তাদের উদ্দেশ্য সফল হোক সেটাই তিনি চাইছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 9 =