নিজস্য সংবাদ দাতা :: শিলিগুড়ি :: সংবাদ প্রবাহ:: শিলিগুড়ি :: তবে শেষ জয়টা অবশ্য মনের জোর আর ইচ্ছারই হলো ।অসুস্থতার সাথে লড়াই করেও উচ্চমাধ্যমিকে প্রতিটি বিষয়ে লেটার মার্কস নিয়ে পাশ করেন ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দা রিয়া পাল।
শিলিগুড়ি গার্লস ষ্কুলের ছাত্রী রিয়া পালের বাবা সঞ্জীব পাল বিদ্যুৎ দপ্তরের একজন কর্মী | মা অনুষ্কা পাল একজন গৃহবধু।তারা জানালেন পরিক্ষার আগেই তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের মাথায় দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়েছিল।তবে ভগবানের আর্শীবাদে ও সুস্থ হয়ে পরিক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে।আমরা আমাদের কর্তব্য করেছি।
রিয়া জানলো তার এই ভালো ফলাফলের পিছনে বাবা মা,ষ্কুল শিক্ষক এবং পাড়াপ্রতিবেশীদের প্রচুর অবদান আছে।সে আরো জানালো বড় হয়ে সে ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করতে চায়।