নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: আজই পরীক্ষিত ভাবে রেল চলার কথা কৃষ্ণনগর আমঘাটা লাইনে। আর তার আগে নদিয়ার কৃষ্ণনগর থেকে আমঘাটা নতুন রেললাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তা। সমস্যার কথা তুলে নদিয়ার কৃষ্ণনগর শরৎপল্লী এলাকার প্রায় দুই হাজার মানুষ পরীক্ষিত ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে অবরোধ শুরু করে।
বিক্ষোভ অবরোধকারীদের দাবি রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ। দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ। সেই কারণেই রেল কর্তৃপক্ষের তরফে গার্ড ওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ।
শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমঘাটা রোড। এখান থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। শুধু তাই নয় হাসপাতাল থেকে শুরু করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী তে যাতায়াতের রাস্তা মাত্র এটি বিক্ষোভকারীদের দাবি, রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করছে তা এখনো সম্পূর্ণ করতে পারেনি। শুধু তাই নয় রেললাইনের পাশে যে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনও অসমাপ্ত হয়ে রয়েছে।
তার আগেই এই গার্ড ওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পন্ন করে একটি ক্রসিং করে দিতে হবে। যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে। যদিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে রেল কর্তৃপক্ষের আশ্বাস মিলেছে। এরপরই অবরোধ ও বিক্ষোভ তুলে নেয় স্থানীয় মানুষজন।