নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: পর্যটকদের জন্য সুখবর। দীঘার সমুদ্রের পাশে এবার তৈরি হবে ওয়াটার পার্ক। কলকাতার নিউটাউনে এবং নিককো পার্কে সুসজ্জিত এবং উন্নত পরিকাঠামো যুক্ত ওয়াটার পার্ক রয়েছে। অনেকেটা সেই ধাঁচেই দীঘার ওয়াটার পার্ক গড়ে উঠবে। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দিঘায় এমন ওয়াটার পার্ক প্রথম হবে।
সুন্দরী দীঘার মুকুটে এটা অন্যতম পালক হতে চলেছে। সামনের এপ্রিল মাসের শেষে চালু হচ্ছে দিঘার জগন্নাথ ধাম। তার আগে ওয়াটার পার্কের খবরে বেজায় খুশি পর্যটকরা। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা অনেক সময় সমুদ্রে নামতে পারেন না। সে ক্ষেত্রে তারা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন। ব্যাপক পর্যটক সমাগমের কথা ভেবে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।
ডিএসডিএ-র জাহাজবাড়ি বিল্ডিং এর কাছে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তার পাশের জমিতে তৈরি হবে এই ওয়াটার পার্ক। জগন্নাথ মন্দির উদ্বোধনের পরেই এই পার্কের বিষয়ে উন্নয়ন পর্ষদের তৎপরতা আরও বাড়বে।
দীঘার সৌন্দর্যায়নের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি পার্ক হয়েছে। ঢেউ সাগর, অমরাবতী পার্ক, নেচার পার্ক, এছাড়াও দুটো বিশ্ব বাংলা উদ্যান তাদের অন্যতম। এবার ওয়াটার পার্ক, তৈরি হলে পর্যটকদের কাছে দীঘার আকর্ষণ যে আরও বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য।