সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৭,নভেম্বর :: শীতের আবহাওয়া ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর শীতের সময় দার্জিলিং এ পর্যটকদের ঢল নামে। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর পর্যটক যান দার্জিলিং। আর দার্জিলিং মানেই হল টয়ট্রেন।
দার্জিলিং গিয়ে টয় ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন পর্যটকরা। শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর রবিবার থেকে আবার চালু হচ্ছে টয় ট্রেন। পুনরায় পাহাড়ের বাঁকে দেখতে পাওয়া যাবে টয় ট্রেনকে, আবার শোনা যাবে কু ঝিকঝিক শব্দ।
নিঃসন্দেহে পর্যটকদের কাছে সুখবর, অনেক দিন ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। পাহাড়ের বুকে কু ঝিকঝিক শব্দ দীর্ঘদিন শোনা যায়নি। পাহাড়ে ধসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন। অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে, আবারও রবিবার থেকে চালু হচ্ছে টয় ট্রেন পরিষেবা। এই সংবাদ নিঃসন্দেহে পর্যটকদের কাছে আনন্দদায়ক। আবারও টয় ট্রেনে চেপে যাওয়া যাবে দার্জিলিং।