পর্যটকদের জন্য ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবনে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: মঙ্গলবার ১১,নভেম্বর :: শীত মানেই ভ্রমণ প্রিয় বাঙালির কাছেপিঠের গন্তব্য হয়ে ওঠে সুন্দরবন । বাঘও দেখা হবে, আবার গঙ্গা সফরও হবে। তাই তো ডিসেম্বর পড়তেই সুন্দরবনে ভিড় জমায় অধিকাংশ বাঙালি।

কিন্তু ভ্রমণ প্রিয় বাঙালির জন্যে খারাপ খবর। ১১-১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের একাংশ। করা যাবে না জলপথে ভ্রমণ। ওই দু’দিন কোনও বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। কারণ কী?

সম্প্রতি সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ একটি নির্দেশিকায় জানিয়েছে, আগামী ১১-১২ ডিসেম্বর সুন্দরবনে বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে।

সেই কারণেই পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতি ৪ বছরে এই সময়েই বাঘের সংখ্যা নির্ধারণের জন্য সুন্দরবনে শুমারি চালানো হয়।

জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা, বাঘের পায়ের ছাপ এবং অন্যান্য প্রাকৃতিক চিহ্ন বিশ্লেষণের মাধ্যমে বাঘ গণনার কাজ সম্পন্ন হয়। তাই হিসেব মতো আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ শুরু হতে চলেছে।

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়। আর শুমারি চলাকালীন পর্যটকদের যাতায়াত এবং শব্দদূষণ এই কাজের বিঘ্ন ঘটাতে পারে। তাই ওই দুই দিন পুরো জঙ্গল পর্যটকবিহীন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টাইগার রিজার্ভের নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, শুধু পর্যটক নয়, ১১ ও ১২ ডিসেম্বর সুন্দরবনে ভ্রমনের জন্যে অনলাইন বুকিংও বন্ধ হয়ে যাবে। তাই এই দুই দিন সুন্দরবনের কোনও পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =