নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: পর্যটন মরসুম শুরু হতেই ফের বিপত্তি । ধ্বসে বন্ধ সিকিম যাবার পথ। প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকাই উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী
১০ নম্বর জাতীয় সড়কের কান্দুং বন বস্তি সংলগ্ন শ্বেতীঝোরার রাস্তায় ব্যাপক ধ্বস নামায় ইতিমধ্যেই ওই পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তার ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ জানানো সম্ভব হবে।