পশিরুল বলছেন: “আমার নিজের রক্ত বিক্রি করব, ভিক্ষে করব রাস্তায় রাস্তায়… কিন্তু আমি মেয়েকে হারাতে পারব না!” | এই কান্না আমাদের হৃদয় না ছুঁয়ে পারে?

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৮,মে :: দক্ষিণ হাজার বিঘা গ্রামের এক গরিব কৃষক পশিরুল ইসলামের দুই বছরের ছোট্ট মেয়ে সুমাইয়া আজ ভয়ানক রোগ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যে মেয়েটি কখনো বাবার কাঁধে উঠে আকাশ ছুঁতে চাইত, আজ সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে।

                                              ছোট্ট সুমাইয়ার জীবন বাঁচানো অসম্ভব কিছু নয়।

চোখের সামনে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার জীবন… আর অসহায় পশিরুল কিছুই করতে পারছেন না। চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা। এত বড় অঙ্কের টাকা এক গরিব কৃষকের পক্ষে জোগাড় করা এক কথায় অসম্ভব।

পশিরুল বলছেন: “আমার নিজের রক্ত বিক্রি করব, ভিক্ষে করব রাস্তায় রাস্তায়… কিন্তু আমি মেয়েকে হারাতে পারব না!” | এই কান্না আমাদের হৃদয় না ছুঁয়ে পারে?

আমরা যদি সবাই একটু করে পাশে দাঁড়াই, তাহলে ছোট্ট সুমাইয়ার জীবন বাঁচানো অসম্ভব কিছু নয়। আপনার একটি ছোট সাহায্য হতে পারে একজন বাবা-মায়ের শেষ আশার আলো। একটু দয়া, একটা জীবন। একটু সহানুভূতি, একজোড়া চোখের আলো। এখানে ফোন করে বিশদে জানুন পাশে দাঁড়ান – 7557890152

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + six =