নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: অনুপ্রবেশ, সনাতন সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপি সভাপতি । তিনি বলেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি আজ অত্যন্ত স্পষ্টভাবে একটি কথা বলতে চাই।
আমরা লক্ষ্য করছি, কিছু রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে প্রতিবেশী দেশ বাংলাদেশের মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।
বিভাজন, অস্থিরতা ও ভয় তৈরি করে তারা বাংলার সামাজিক কাঠামো ভাঙতে চায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকতে পশ্চিমবঙ্গকে কখনও ‘বাংলাদেশ’ হতে দেওয়া হবে না।
বাংলার মাটি, বাংলার মানুষ এবং বাংলার ভবিষ্যৎ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আজ অনুপ্রবেশ এই রাজ্যের জন্য এক বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আসা অনুপ্রবেশকারীরা এখানকার সাধারণ মানুষের অধিকার ও সুযোগ কেড়ে নিচ্ছে।
এটি শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো অত্যন্ত জরুরি। এই বিষয়ে কোনও আপস করা হবে না।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যেভাবে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও আক্রমণের ঘটনা সামনে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
আমরা চাই প্রতিবেশী দেশে শান্তি বজায় থাকুক এবং সেখানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হোক। একই সঙ্গে পশ্চিমবঙ্গেও যেন কোনও অশুভ শক্তি সনাতন সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত হানতে না পারে, সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।
আমি আজ দলের প্রতিটি কর্মীকে বলতে চাই—আপনাদের লড়াই শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়। এটি বাংলার সংস্কৃতি, সমাজ ও ভারতের অখণ্ডতা রক্ষা করার লড়াই।
প্রতিটি বুথ স্তরে অনুপ্রবেশ এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতীয় জনতা পার্টি শান্তির পক্ষে, কিন্তু অন্যায় ও দেশবিরোধী কর্মকাণ্ডের সামনে কখনও মাথা নত করবে না।

