কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৮শে মার্চ :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জেলার বিভিন্ন এলাকায় পথশ্রী রাস্তায় শুভ উদ্বোধন করলেন।সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালদহের ইংলিশ বাজার ব্লকের মিল্কী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন নারকেল ফাটিয়ে ঐ অঞ্চলের দুই জায়গায় রাস্তায় শুভ উদ্বোধন করা হয়।
মিল্কী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে খাসখল পাগলী কালী হইতে বাঁধ পর্যন্ত প্রায় ৫০০ মিটার রাস্তা এবং আটগামায় জাকিরের বাড়ি হইতে গাল্লুর বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তার উদ্বোধন করা হয়। আনুমানিক ৩২ লক্ষ্ টাকা ব্যয়ে মিল্কী অঞ্চলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে ঢালাই রাস্তা হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন ঐ এলাকার সাধারণ মানুষ।
এই রাস্তা হওয়াতে খুশি সকলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিল্কী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য শেখ তোফাজ্জল, ইংলিশবাজার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুলতানা খাতুন, মিল্কী অঞ্চল প্রধান নিজাম আলী, উপ প্রধান তারেক আলী ।
অঞ্চল চেয়ারম্যান পারভেজ মাস্টার, ব্লক তৃণমূল নেতা দুঃখু চৌধুরী ,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মানস পোদ্দার সহ অঞ্চল ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।এই সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলান্যাস অনুষ্ঠান দেখা ও বক্তব্য শ্রবণ করা হয়