কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২৯ শে মার্চ :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী নামে নতুন প্রকল্প চালু করেছেন। উদ্দেশ্য গ্রাম বাংলার আনাচে-কানাচে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ থেকে শুরু করে মেরামত করা। আর এই প্রকল্পের অধীনে মালদা রতুয়া ২ ব্লকের আটটি অঞ্চলে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তায় নির্মাণ এবং পুরাতন রাস্তা মেরামতের কাজ শুরু হলো মঙ্গলবার।
এই উপলক্ষে মঙ্গলবার ব্লকের পীরগঞ্জ অঞ্চলে একটি উদ্বোধনী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রকিবুল হক(ফিরোজ), ব্লক আধিকারিক নিশিথ কুমার মাহাতো, পুকুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম চৌধুরী সহ পূর্ত কর্মাধক্ষ শামসুল হক ও জেলা পরিষদের সদস্যা সেতারা খাতুন। পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন প্রকল্প তৃণমূল কংগ্রেসকে যথেষ্টই ফায়দা দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল