নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গে অবশেষে জাঁকিয়ে শীত নেমেছে।
কলকাতা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা দ্রুত কমেছে এবং চলতি সপ্তাহে পারদ আরও প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়ার কারণে সকাল-সন্ধ্যায় হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি পাওয়া যাবে বলেই ধারণা।
তাপমাত্রা কমার মূল কারণ হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ ও ত্রিপুরার ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছে।
এর ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে গিয়েছে। কলকাতায় তাপমাত্রা কখনও কখনও ১৫ ডিগ্রির নিচে নামছে। আজ সর্বনিম্ন ১৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কনকনে শীত উপভোগ করছেন মানুষ। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপমাত্রা ১০-১২ ডিগ্রির ঘরে নেমে এসেছে। রাতভর কুয়াশা ও শিশির পড়লেও বেলা বাড়লে কুয়াশা কাটবে।
উত্তরবঙ্গেও প্রচণ্ড ঠান্ডা পড়ছে, দার্জিলিংয়ে তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রির ঘরে এবং সেখানে বৃষ্টির আশঙ্কা নেই বলে জানা গেছে।

