নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ২৫,আগস্ট :: পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজে ভর্তির নামে চলা জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বিপুল অর্থের বিনিময়ে ভুয়ো ডকুমেন্ট তৈরি করে ছাত্রছাত্রীদের মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হচ্ছিল।
প্রাথমিক তদন্তে কয়েকজন দালাল ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, এই র্যাকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুধু রাজ্যের মধ্যেই নয়, বাইরের প্রার্থীদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল প্রমাণ হাতে পেয়েছে ইডি। তদন্তে আরও বড় চক্রের হদিস মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।