পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেটা জঙ্গিদের সরকার – বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেটা জঙ্গিদের সরকার। তমলুকে দলীয় সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

তিনি আরো বলেন এ রাজ্যের রাষ্ট্রবাদী জনগণকে একত্রিত হয়ে রাজ্যের জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে। তিনি বললেন ভাইপো বছরের কয়েকবারই দুবাই যাতায়াত করে ফলে বোঝাই যাচ্ছে কাদের সঙ্গে জঙ্গিদের সঙ্গে যোগ কতটা। নেতাদের সঙ্গে তবুও দু চারজন সিকিউরিটি আছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই রাজ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =