নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ৮,জুলাই :: আজ মাথাভাঙ্গা থানার ট্রাফিক বিভাগের উদ্যোগে থানার ক্যাম্পাস থেকে সাইকেল র্যালীর শুভ সূচনা হয়। নিজের সাইকেল চালিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা ট্রাফিক ওসি তেনজিং ভুটিয়া সহ অন্যান্যরা।
এদিন সাইকেল র্যালির শেষে মাথা ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, গোটা রাজ্যজুড়ে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে। আজকের ষষ্ঠ দিন আগামী কাল তার শেষ হবে। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেতনতামূলক এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মাথাভাঙা শহর সাইকেল র্যালি শেষ হয়ে পর পঞ্চানন মোড়ে এই কর্মসূচি শেষ হয়। পঞ্চানন মোড়ে বেশ কিছু বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।