নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: রাজ্য জুড়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখলো কংগ্রেসের কর্মী সমকর্থকরা।এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন দেন কংগ্রেস কর্মীরা।
কংগ্রেসের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি,জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস।কাঁকসা ব্লকের কংগ্রেস নেতা মোজাম্মেল হক,ধর্মেন্দ্র শর্মা সহ বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি জানিয়েছেন,রাজ্য জুড়ে জমি কেলেঙ্কারি ও জমি দুর্নীতি একটা ভয়াবহ আকার ধারণ করেছে।কাঁকসা ব্লকেও কোথাও আদিবাসীদের জমি কারোর নামে হয়ে যাচ্ছে কোথাও সরকারি জমি ব্যক্তি মালিকানা হয়ে যাচ্ছে।
কাঁকসা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতর একটা দুর্নীতির জায়গা হয়ে গেছে।এই দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ।তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে তারা এদিন কাঁকসার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর বিডিও অফিসে একটা স্মারকলিপি জমা দেন।কাঁকসা ব্লক জুড়ে আগামী দিনে যদি এই দুর্নীতি বন্ধ না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।