নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ১২,জুলাই :: নিশিগঞ্জ প্রয়াস ওয়েল ফেয়ার সোসাইটি এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে খট্টিমারি বীরেন্দ্র বর্মন হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা শিবির ।
উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চ এবং নিশিগঞ্জ প্রয়াস ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি শিক্ষক রতন সূত্রধর, সম্পাদক প্রকাশ বর্মন নিশিগঞ্জ হাসপাতালের দিদিমণি সূচন্ততা ম্যাডাম এবং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ