নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ৩,মে :: পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলেজ স্কয়ারের প্রতিবাদ সভার শিয়ালদহ থেকে পার্কসার্কাস পর্যন্ত তাদের প্রতিবাদ মিছিল।
উর্ধাঙ্গে বিনা পোশাকে প্রতিবাদের সামিল হয়েছেন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা কর্মীরা।।মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের অভিযোগ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি.. তাদের দাবি তাঁদের প্রাপ্ত সাম্মানিক বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নন এডেড মাদ্রাসাগুলিকে পূর্ণ মাদ্রাসার মর্যাদা দিতে হবে।।
তাদের আরও অভিযোগ সংখ্যালঘু উন্নয়নের মুখ্যমন্ত্রী কাজ করেননি এবং মাদ্রাসার যারা পড়ুয়ারা রয়েছে তারা সঠিকভাবে মিড ডে মিলও পাননা। গুরুতর অভিযোগ তাদের। তাদের দাবিগুলি পূর্ণ না হলে আগামী দিনে নবান্ন অভিযান বা কালীঘাট অভিযানের ডাক দেবেন তারা হুঁশিয়ারি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষা কর্মীবৃন্দের।