নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২২,সেপ্টেম্বর :: মাসিক ভাতা, আদালত চত্বরে বসে কাজ করার জন্য স্থায়ী জায়গা, শৌচাগার নির্মাণ, স্বাস্থ্যবীমা চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস্ অ্যাসোসিয়েশান।
শুক্রবার ওই সংগঠনের বাঁকুড়া শাখার সদস্যরা জেলা আদালত চত্বর থেকে মিছিল করে রানীগঞ্জ-বিষ্ণুপুর জাতীয় সড়কের উপর লক্ষ্যাতড়া শ্মশান সংলগ্ন এলাকায় ‘প্রতিকী ‘ পথ অবরোধ করেন। রাস্তার উপর বসে পড়ে তাঁরা তাঁদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন। এদিনের এই অবরোধের জেরে ব্যস্ততম জাতীয় সড়কে আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহি যানবাহন।