আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১,সেপ্টেম্বর :: আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোড়ন ফেলে দিল ঐতিহাসিক এক মুহূর্ত। বহু প্রতীক্ষার পর অবশেষে একই মঞ্চে একসঙ্গে দেখা মিলল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।
বিশ্লেষকদের মতে, তিন শক্তিধর রাষ্ট্রনেতার একত্রে আসা শুধু প্রতীকী নয়, বরং ভবিষ্যৎ ভূরাজনীতির নতুন ইঙ্গিত। বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বহুপাক্ষিক সহযোগিতা—এই চারটি বিষয়কে কেন্দ্র করেই মূলত বৈঠকে আলোচনার সূত্রপাত হয়।
সূত্রের খবর, বৈঠকে ভারত জোর দিয়েছে উন্নয়নশীল দেশগুলির স্বার্থরক্ষায় এবং দক্ষিণ–দক্ষিণ সহযোগিতা জোরদারে। অন্যদিকে, রাশিয়া তেলের সরবরাহ ও প্রতিরক্ষা চুক্তিকে প্রাধান্য দেয়। আর চিন গুরুত্ব দিয়েছে আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোকে।আন্তর্জাতিক মহল মনে করছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্বময় সময়ে মোদি–পুতিন–পিংয়ের এক মঞ্চ ভাগ করে নেওয়া বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এই সহযোগিতা কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে ভবিষ্যতের আলোচনার ওপর।

