সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৩,আগস্ট :: শনিবার সকালে ফুলবাড়ী পশ্চিম ধানতলা এলাকায় মহানন্দা নদীর তীরে ভেসে আসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন সকালে তারা প্রথমে দেহটি ভাসতে দেখতে পান এরপরে পুলিশকে খবর দেন। ঘটনার খবর শুনে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। পরনে ছিল হাফ প্যান্ট ও গেঞ্জি। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।