নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১১,জুলাই :: নিত্য প্রয়োজনীয় শাকসবজির এখন অগ্নিমূল্য। সকালে বিকেলে ব্যাগ হাতে বাজারে গেলে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে। পকেট ফাঁকা হয়ে গেলেও, ব্যাগ ভরছে না।
এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের পরামর্শে আসানসোলে বাজারে বাজারে হানা দিলো জেলা টাস্ক ফোর্সের সদস্যরা। এর নেতৃত্বে ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন ইন্সপেক্টর অফ মেট্রোলজি, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা।
টাস্ক ফোর্স মুলতঃ আসানসোলের জিটি রোডের বড়বাজার, হটন রোড ও কোর্ট মোড়ের বাজার পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন বাজার কমিটির সদস্যরাও। হোলসেল ও রিটেল দুই বাজারের দাম খতিয়ে দেখেন মহকুমাশাসক। কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে।
কোন সবজির কি দাম, হোলসেল থেকে কিনে রিটেলে তা কত দামে বিক্রি করা হচ্ছে, তা মহকুমাশাসক জানতে চান। দুইয়ের মধ্যে দামের এতো বেশি ফারাক কেন, তা মহকুমাশাসক জানার চেষ্টা করেন। আর্টিফিশিয়াল বা কৃত্রিম ভাবে শাকসবজির দাম যাতে বাড়ানো না হয়, সেই ব্যাপারে বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে।