নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২০,জুলাই :: পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলা সম্মান। আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে এবং দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান।
আসানসোল দুর্গাপুর – উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের সিটি সেন্টার এর ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।
উপস্থিত ছিলেন নগর নিগমের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় আসানসোল দুর্গাপুরে উন্নয়ন পরিষদের কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকরা।
নব উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সেরা উদ্যোক্তা, শ্রেষ্ঠ উদ্যোগী, ক্রীড়া সম্মান, শিক্ষা সম্মান, আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার এবং পশ্চিম বর্ধমান রত্ন সম্মান। এই আটটি বিভাগে সম্মান দেওয়া হবে।
মনোনয়নপত্র দাখিল করা শুরু হলো আজ থেকেই। যতজন মনোনয়ন দাখিল করবেন তাদেরকে যাচাই করে এই আটটি বিভাগে যারা যোগ্য তাদেরকে এই সম্মান তুলে দেওয়া হবে।