নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ০৩,জানুয়ারি :: শনিবার বেনাচিতির আনন্দ গোপাল মুখার্জি শিশু উদ্যান থেকে সংকল্প যাত্রা শুরু হয়। সংকল্প যাত্রায় পাঁচজন প্রতিনিধিকে বরণ করে নেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারী ।
প্রতিনিধিদের তালিকায় ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, ২ নং ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি, যুব নেতা অজয় দেবনাথ, তৃনমূল নেত্রী সোনালী মুখার্জি।
আনন্দ গোপাল মুখার্জির শিশু উদ্যান থেকে পদযাত্রা শুরু করে সবুজ নগরে একটি শিব মন্দিরে পুজো দেন ৫ প্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। একাধিক পদযাত্রা, দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সহ একগুচ্ছ কর্মসূচি ছিল বলে জানান প্রতিনিধি অনিন্দিতা মুখোপাধ্যায়।
উন্নয়নের সংকল্প যাত্রার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বত্র।

