পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কাঁকসার দেউলের চতুর্দিক সাফাই অভিযানে নামলো বনবিভাগের কর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: ১৪,মে :: সমাজকে দূষণমুক্ত করতে রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে চলছে সাফাই অভিযান। এবার পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র কাঁকসার দেউলের চতুর্দিক সাফাই অভিযানে নামলো বনবিভাগের কর্মী , আধিকারিকরা ও স্থানীয়রা। কাঁকসার রাজা ইচ্ছাই ঘোষের দেউলকে ঘিরে গড়ে উঠেছে বনদপ্তরের পর্যটন কেন্দ্র।

সংরক্ষিত এলাকায় রয়েছে প্রায় একশো চিতল হরিণ । রয়েছে কয়েকশ ময়ূর । সঙ্গে বেশ কয়েকটি নীলগাই সজারু সহ বিভিন্ন বন্য জীব-জন্তু। দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্রের চারিদিকে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেই আবর্জনা সাফাই এর কাজে অংশ নিল বনকর্মী ও আধিকারিকরা । সঙ্গ দেন স্থানীয় মানুষজনও । এলাকাবাসীদের এবং পর্যটকদের সচেতন করা হয়। প্লাস্টিক ফেললে জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 2 =