নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বুধবার ০৬,ডিসেম্বর :: গোপন তথ্যের ভিত্তিতে, সিআইএসএফ টিম পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জামুদিয়া থানার অধীন চুরুলিয়া থানার মাধবপুর এলাকায় অবৈধ কয়লা চোরাচালানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে।
সিআইএসএফ তিনটিতে ৩০০ টনের বেশি কয়লা বোঝাই করেছে। ১৬ টি হুইলার ট্রাক। সিআইএসএফ টিমকে দেখে ট্রাক চালক ট্রাক ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, পরে সিআইএসএফ টিম ট্রাক সহ ট্রাকে বোঝাই অবৈধ কয়লা জব্দ করে এবং তা হস্তান্তর করে। জামুড়িয়া থানা, সিআইএসএফ টিম জানিয়েছে যে এর আগেও তারা ১৯ নভেম্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কয়লা জব্দ করেছিল ।
তা সত্ত্বেও এই এলাকায় অবৈধ কয়লা ব্যবসা বন্ধ হয়নি এবং এই ব্যবসা শুরু হয়েছে। বড় পরিসরে চলছে, যা নিয়ে তারা গত কয়েক বছর ধরে অভিযোগ করে আসছিল।কয়েকদিন ধরে আসা অভিযোগের ভিত্তিতে তারা ব্যবস্থা নেয় এবং অবৈধ কয়লা ডিপো থেকে ১০টির বেশি ট্রাক কয়লা জব্দ করার প্রক্রিয়া চালায়।
এত বড় পরিসরে অবৈধ কয়লা ব্যবসা নিয়ে সোমবার বড় বিবৃতি দিয়েছেন জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং। তিনি বলেছেন, তাঁর বিধানসভা কেন্দ্রে কোনও মূল্যে বেআইনি কয়লা ব্যবসা চলতে দেবেন না।বিধায়কের বক্তব্যের পর, এলাকায় যে অবৈধ কয়লা ব্যবসা চলছে তা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে, যা প্রমাণ করে সবকিছু ঠিকঠাক চলছে না।
বিধায়কের এলাকায়, তা হলে তার বক্তব্যের প্রভাব অবশ্যই এলাকায় দেখা যেত।তার বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কয়লা মাফিয়ারা প্রকাশ্যে বিধায়ক ও পুলিশকে চ্যালেঞ্জ করে অবৈধ কয়লার ব্যবসা করছে।