পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়াগামী সড়ক নিয়ামতপুর থেকে ডিসেরগড় ব্রিজ পর্যন্ত প্রবল বর্ষণে ব্যাপক খারাপ হয়ে গেছে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৮ই,অক্টোবর :: পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়াগামী সড়ক নিয়ামতপুর থেকে ডিসেরগড় ব্রিজ পর্যন্ত প্রবল বর্ষণে ব্যাপক খারাপ হয়ে গেছে । যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে ।মানুষ দুর্ভোগের মুখে পড়েছে ওই এলাকার মানুষদের দাবি এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া হোক কারণ সামনে পুজো ।

পুজোতে গাড়ি চলাচল আরো বাড়বে ওই রাস্তায় ব্যাপক পরিমাণে হেভি ভিকেলস গাড়ি চলাচল করছে। যার ফলে ওই রাস্তা ঘনঘন ভেঙ্গে যাচ্ছে। কনটাক্টরে দাবি বছরে দুবার সংস্করণে কাজ করি আমরা কিন্তু এখানে ভারী ভারী গাড়ি চলায় এই রাস্তা বারবারই ভেঙে যায় তাই সেদিকে সরকারের নজর দেওয়া উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 10 =