নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::দুর্গাপুর :: পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাইকেল চুরির দায়ে নিজের পরিবারের লোকজন এক যুবককে টেলিফোনের খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ বুধবার দুর্গাপুর সিনেমা হল রোড়ে। পাশাপাশি ওই অভিযুক্ত যুবকের চুল কামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পথচলতি মানুষ ওই পরিবারের অমানবিক কার্যকলাপে হতভম্ব হয়ে যায়।
এলাকাবাসীর দাবি, ওই অভিযুক্ত যুবক এলাকায় প্রায় ছোটোখাটো জিনিসপত্র চুরি করে থাকে। এলাকাবাসী তার কর্মকাণ্ডে অতিষ্ঠ বলে জানা গিয়েছে। ওই বুধবার সকালে একটি সাইকেল চুরি করে বলে অভিযোগ। এর পরেই পরিবারের লোকজন চুরির দায়ে তাকে পুলিসের হাতে তুলে দেয় বলে দাবি। পুলিস কোনও ব্যবস্থা না নেওয়া এদিন এই ঘটনা ঘটে যুবকের সাথে। শেষমেশ পুলিস এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।