পশ্চিম বাংলাকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, চেষ্টা চলছে কাশ্মীর বানানোর’। অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার।

নিজস্ব সংবাদদাতা :: বাকুড়া :: সংবাদ প্রবাহ :: পশ্চিম বাংলাকে পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, চেষ্টা চলছে কাশ্মীর বানানোর’। অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরে মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। এদিন রাহুল সিনহা আরো বলেন, এখন রাজ্যে একটাই শিল্প চলছে। সেই শিল্পের নাম ‘বোমা শিল্প। যার ম্যানেজিং ডিরেক্টর মমতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জীরা’। এরপরেই ‘পশ্চিম বঙ্গকে কাশ্মীর হওয়া’র হাত থেকে বাঁচাতে দায়িত্ব নেবেন কিনা তা উপস্থিত মানুষের উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন। এদিন রাহুল সিনহা নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক ব্যানার্জীকেও এক হাত নেন। তিনি বলেন, ‘কয়লা কেলেঙ্কারী থেকে বাঁচতে চোখের চিকিৎসা করাতে দুবাই যাচ্ছে’। দুবাইয়ের লোক এখানে চোখের চিকিৎসা করাতে আসে বলেও তিনি দাবি করেন।

উপস্থিত সাংসদ লকেট চ্যাটার্জী বলেন, মহিলাদের লক্ষীর ভাণ্ডার দেওয়া হচ্ছে ভালো কথা। তার পরিবর্তে রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে। ঐ আগুন ‘এদিকে আসতে দেবেননা’। এ রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়ে গেছে দাবি করে তিনি বলেন, এরা ধর্ম ছাড়া কিছু বোঝেনা। মা শিশু কোলে ২০ কিলোমিটার হাঁটছেন, অ্যাম্বুল্যান্সে অসুস্থ মানুষ যাচ্ছেন বলেও তিনি দাবি করেন।পরে শুভেন্দু অধিকারীকে আটক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চ্যাটার্জী বলেন,’যারা অশান্তি করছে তাদের না আটকে যারা মানুষের পাশে থাকতে চাইছে তাদের আটকে দেওয়া হচ্ছে। এই ঘটনায় কি উদ্দেশ্য তা পরিস্কার। একই সঙ্গে এরাজ্যে ‘বোমা হোম ডেলিভারি’ হয় বলেও তিনি দাবি করেন।এদিনের এই কর্মসূচীতে বিজেপি নেতা রাহুল সিনহা, সাংসদ লকেট চ্যাটার্জী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সৌমিত্র খাঁ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =