নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালতোড় :: পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড় থানা এলাকার বড্ডা গ্রামে সরকারি রাস্তার কাজে জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় প্যাকেটিং করা পুরোনো বন্দুক ও প্রচুর কার্তুজ দেখতে পায় এলাকাবাসী ।এর পরই তত্পর হয়ে ওঠেন গ্রামবাসীরা |খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায় | ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনার তদন্তে নেমেছে গোয়ালতোড় থানার পুলিশ ।