নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বিচারকের ওপর হামলা করার উদ্দেশ্যে এক যুবক ঘাটাল মহকুমা আদালতে ইট নিয়ে এসেছিলেন বলে অভিযোগ। শুক্রবার ঘাটাল আদালতে হঠাৎই ওই বিচারপ্রার্থী আদালত চত্বরে ঢুকে এক বিচারকের এজলাসের সিঁড়ির সামনে বাইক রেখে পথ আগলে দাঁড়ায়।হাতে তার ইট।পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম প্রিয়রঞ্জন বসু। বাড়ি ক্ষীরপাই পুর এলাকায়। আদালত চত্বরে বিচার প্রার্থীর এই আচরণে হুড়োহুড়ি পড়ে যায় আদালত চত্বরে। ছুটে আসেন আদালতের আইনজীবীরা এবং কর্তব্যরত পুলিশ কর্মীরাও। বিচারপ্রার্থীর হাত থেকে ইট কেড়ে নেওয়া হয় এবং খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে।পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশের জেরায় ওই যুবক জানিয়েছে, ঘাটাল মহাকুমা আদালতে তার একাধিক মামলা চলছে। একটি মামলার নথি চেয়ে তিনি আদালতে আবেদন করেছিলেন।
আইনজীবী এবং মুহুরিদের কাছেও মামলার কাগজপত্র চেয়েছিলেন, কিন্তু সেই নথি মেলেনি। সেই রাগেই আদালতের এক বিচারকের উপর হামলা করার উদ্দেশ্যে তিনি আদালতে ইট নিয়ে এসেছিলেন।
পুলিশ সূত্রে খবর, ক্ষীরপাই অভিযুক্ত প্রিয়রঞ্জন বসুর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। অন্যদিকে ওই যুবক ক্ষীরপাই এলাকার একাধিক ব্যক্তির বিরুদ্ধেও মামলা করেছে। শনিবার ধৃত যুবককে ঘাটাল আদালতে তোলা হয়েছে।