সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ১১,জানুয়ারি :: পশ্চিম মেদিনীপুর-সহ গোটা পশ্চিমবঙ্গে শীতের দাপট এখনও বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পৌষের শেষ লগ্নেও রাজ্য থেকে শীত বিদায় নিচ্ছে না।
আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়ার সঙ্গে সঙ্গে ‘কোল্ড ডে’ পরিস্থিতি ও শৈত্যপ্রবাহের প্রভাব থাকবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা বেশি অনুভূত হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ছিল চলতি সপ্তাহে কলকাতার সবচেয়ে ঠান্ডা দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ ছিল ২২ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্যের প্রায় ২০টি জায়গায় তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাত নামলেই শীতের কামড় স্পষ্ট হচ্ছে।
উত্তরবঙ্গেও শীতের প্রকোপ কমেনি। দার্জিলিং, দিনাজপুর-সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভোরের দিকে দৃশ্যমানতা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয়ার্ধে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত হঠাৎ করে বিদায় নেবে না। ফলে আরও কিছুদিন রাজ্যবাসীকে কনকনে ঠান্ডার মধ্যেই থাকতে হবে।

