নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শালবনী :: বুধবার ০৪ অক্টোবর :: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে প্রতি বছর শীতের শুরুতেই হয় হাতির আনাগোনা। চলতি বছরও তার ব্যাতিক্রম হয়নি । পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকা জুড়ে হাতির আনাগোনা এদিন চোখে পড়লো।
গড়বেতার কিয়াবনী এলাকায় জাতীয় সড়ক ৬০ আটকে দাঁড়ায় এক দাঁতাল হাতি। এরপর ঢুকে পড়ে তেল পাম্পে। আতঙ্কিত হন নিত্য যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যায়, সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে মালবাহী লরি বাস থেকে মোটর বাইক। গড়বেতার আমলাগোড়া রেঞ্জে হাতির পাল দেখতে পাওয়া যায়। হাতি চোখে পড়ে তুলসীচটি, নয়াবসত, আড়াবাড়ী এলাকাতেও। প্রতিটা গ্রামে গ্রামে সতর্ক করেছেন বনদপ্তরের কর্মীরা।