নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৫,এপ্রিল :: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস ও সিপিএম। পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান শহরের বীরহাটা ট্রাফিক সিগন্যাল মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মৌন মিছিল ও মোমবাতি মিছিলের আয়োজন করা হয়।
নেতৃত্বে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। এই মিছিলে অংশ নেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, রায়নার বিধায়ক শম্পা ধাড়া, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা-সহ অন্যান্য নেতৃত্ব।
অন্যদিকে, বর্ধমান শহর সিপিএম কমিটির উদ্যোগে রাজবাড়ির ভেড়িখানা থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করা হয়। সিপিএমের এই মিছিলে পা মেলান রাজ্য নেতা অমল হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাষ রায় চৌধুরী, জেলা সম্পাদক সৈয়দ হোসেন-সহ অন্যান্য নেতৃত্ব।