নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উদয়পুর :: শনিবার ২৬,এপ্রিল :: জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের রাজপথেও কংগ্রেসের মৌন মিছিল বের করা হয়েছে।
সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী জম্মু কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হওয়া জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে উদয়পুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে যুব, মহিলা ,ছাএ সংগঠনের সহযোগিতায় সন্ধ্যায় এক মৌন মিছিল উদয়পুর শহর পরিক্রমা করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। তাই সদর জেলা কংগ্রেসের তরফ থেকেও নিহতদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়েছে।
পাশাপাশি, গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। অভিযোগ করেন, ওই ঘটনাকে ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও হেল-দোল নেই। তিনি এই শোকাহত পরিবেশে বিহারে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন।
সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে রাজনীতি করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। তারপরও বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বিহারের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন উদয়পুরে মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব অভিজিৎ সরকার।